বিলোনিয়া (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার পি আর বাড়ি থানার পুলিশ একটি অটো আটক করে ৯৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে। তবে পুলিশ ফটো চালককে গ্রেফতার করতে পারেনি।
পি আর বাড়ি থানার ওসি রতন রবিদাস জানান, রবিবার পিআর বাড়ি থানার এসআই সুজিত সরকার এবং এসআই হরিলাল দাস সহ পুলিশ কর্মীরা রাঙ্গামুড়া নাকা পয়েন্ট যানবাহন তল্লাশীর দায়িত্ব পালন করছিলেন। তখন ভবানীপুরের দিক থেকে দ্রুতগতিতে একটি অটো রিকশা সামনের দিকে আসছে। সে অনুযায়ী পুলিশ অটোটি থামানোর চেষ্টা করলে চালক সাথে সাথে অটোটি রাস্তার মাঝে ঘুরিয়ে আবার ভবানীপুরের দিকে ছুটতে থাকে। পুলিশের সন্দেহ হওয়াতে অটো রিকশার পিছু ধাওয়া করে এবং অটো আটক করতে সক্ষম হয়। কিন্তু চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ তল্লাশি চালিয়ে অটো থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করে। জানা যায় অটোর রেজিস্ট্রেশন নাম্বার, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার বিকৃত। কিছুই দৃশ্যমান নয়। পিআর বাড়ি থানার পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ