তেলিয়ামুড়া (ত্রিপুরা), ১৮ মে (হি.স.) : সন্দেহজনকভাবে স্থানীয়দের হাতে আটক কমপক্ষে ৮০ জন অস্থায়ী শ্রমিক। খোয়াই জেলার তেলিয়ামুড়ার রাজনগর এলাকায় স্থানীয়দের হাতে আটক হয় ওই শ্রমিকরা।
জানা গিয়েছে, শনিবার রাতে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে রাজনগর এলাকার লোকজন বেশ কিছু শ্রমিককে সন্দেহজনক ভাবে আটক করে। বহু সংখ্যক শ্রমিক একসাথে আটক হওয়ায় ওই এলাকায় লোকসমাগম বেড়ে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনাস্থল থেকে সন্দেহজনক শ্রমিকদের জিজ্ঞাসাবাদের জন্য তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সন্দেহজনকভাবে আটককৃত সেই শ্রমিকরা কোন এক কোম্পানির চুক্তিবদ্ধ শ্রমিক হিসাবে তেলিয়ামুড়া মহাকুমা এলাকার বিভিন্ন প্রান্তে বৈদ্যুতিক লাইনের কাজে যুক্ত। তাদের অধিকাংশের বাড়িই পশ্চিমবঙ্গে বলে তাদের দাবি। তেলিয়ামুড়া থানার পুলিশ তাদের পরিচয়পত্র যাচাই করে বিষয়টি খতিয়ে দেখছে।
সম্প্রতি ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রাজ্যে কোথাও যদি অপরিচিত এবং বহিঃরাজ্যের শ্রমিক অথবা ব্যক্তি ভাড়াটিয়া হিসেবে কারোর বাড়িতে থাকতে চায় তাহলে তাদের ভারতীয় নাগরিকের উপযুক্ত প্রমাণপত্র সহ একটি ফর্ম ফিলাপ করে নিকটবর্তী থানায় জমা করে রাখার জন্য। কিন্তু সেই জায়গায় একই সাথে অপরিচিত কমপক্ষে ৮০ জন নাগরিক তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছুড়া দূরত্বে বসবাস করে আসছে এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ