আগরতলা, ১৮ মে (হি.স.) : রাজধানী আগরতলা শহরের চাঁনমারি এলাকায় একটি কুয়োতে দুই শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ দুর্ঘটনা বলেই মনে করছে৷ তবে একটি আস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে জিবি ফাঁড়ির পুলিশ৷
জিবি ফাঁড়ির ওসি রাজীব বৈদ্য জানিয়েছেন, রবিবার সকালে খবর আসে যে চাঁনমারি এলাকায় একটি কুয়োর মধ্যে দুটি শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সেই মোতাবেক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে৷ তিনি জানিয়েছেন, পাশের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে একটি আম জল দিয়ে পরিস্কার করার জন্য তারা কুয়োর পাশে গিয়েছিল৷ আর তাতেই দুর্ঘটনা৷ কুয়োর জল্য পড়ে তাদের মৃত্যু হয়েছে৷ মৃত দুই শিশুর নাম প্রসেনজিৎ দেবনাথ (১১) এবং তার বোন প্রিয়াঙ্কা দেবনাথ (০৭)৷
এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যার দিকে চাঁনমারির বাসিন্দা কৃষ্ণ দেবনাথের ছেলে প্রসেনজিৎ এবং মেয়ে প্রিয়ঙ্কা বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়৷ অনেক জায়গায় খোঁজখবর করেও তাদের হদিশ পাওয়া যায়নি৷ রবিবার সকালে বাড়ির পাশের একটি কুয়োতে তাদের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয় পুলিশকে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷
এদিকে, এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, এক অনাকাঙ্ক্ষিত ঘটনায়, আগরতলা পূর্ব চানমারি এলাকার ভাই-বোন তথা কৃষ্ণ দেবনাথ এর ছেলে প্রসেনজিৎ দেবনাথ (১১) এবং মেয়ে প্রিয়াঙ্কা দেবনাথ (০৭)-এর মর্মান্তিক মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত। এই শোকসন্তপ্ত পরিবারকে বিয়োগ ব্যাথা সহ্য করার ক্ষমতা প্রদান করুক সর্বশক্তিমান ঈশ্বর। এই দুঃসময়ে পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সর্বতোভাবে চেষ্টা করব আমরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ