শিলিগুড়ি, ১৮ মে (হি. স.): একজোড়া তুষার চিতাবাঘের জন্ম হল। মন্ত্রী বীরবাহা হাঁসদা এই খবর জানিয়েছেন। তিনি বলেন, আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের। উভয়েই সুস্থ রয়েছে। শনিবার দার্জিলিং চিড়িয়াখানায় জন্ম হয়েছে তাদের। এর মধ্যেই একটি স্ত্রী চিতা ও অন্যটি পুরুষ।
দার্জিলিং চিড়িয়াখানায় স্নো - লেপার্ড এর একজোড়া সন্তান প্রসবের খবরে বন্যপ্রাণ ও পশু প্রেমীদের মধ্যে আনন্দের বার্তা পৌঁছেছে। নতুন অতিথির আগমনে খুশির বার্তা। গায়ের রঙ সাদা ও কালো রঙের ছিটে রয়েছে। প্রসঙ্গতঃ এই মুহূর্তে দার্জিলিং চিড়িয়াখানায় তুষার চিতাবাঘের সংখ্যা বেড়ে হল - ১৩টি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত