(আপডেট) ইট ভাটার দেওয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যুতে শোকপ্রকাশ যোগীর
মুজফফরনগর, ৩০ এপ্রিল (হি.স.) : মুজফফরনগরের এক ইট ভাটার দেওয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এ
(আপডেট) ইট ভাটার দেওয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যুতে শোকপ্রকাশ যোগীর


মুজফফরনগর, ৩০ এপ্রিল (হি.স.) : মুজফফরনগরের এক ইট ভাটার দেওয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের চিকিৎসার জন্য জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং তাদের যথাযথ চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, উত্তর প্রদেশের মুজফফরনগরে বুধবার দধেডু গ্রামে ইট ভাটার দেওয়াল ধসে কয়েকজন শ্রমিক চাপা পড়ে। স্থানীয়দের সাহায্যে পুলিশ সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাদের মধ্যে দুজন শ্রমিক রোহিত কুমার (২২) ও ঈশ্বর (৩৫) কে মৃত ঘোষণা করেন। আরও ৩ জন শ্রমিক গুরুতর আহত। তাদের চিকিৎসা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande