রামকৃষ্ণনগর (অসম), ৩০ এপ্রিল (হি.স.) : আজ প্ৰকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে শ্রীভূমি জেলার অন্তর্গত রামকৃষ্ণনগর থানাধীন বিদ্যানগরের রূপাগ্রামের এক দরিদ্র পরিবারের সন্তান অনিক নাথ। রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাত্র অনিক উচ্চমাধ্যমিকে মোট চারটি বিষয়ে লেটার মার্কস সহ ৮৩.২ শতাংশ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে।
অভাবের সংসার। নিজের পড়াশোনার খরচ চালাতে বিদ্যানগর বাজারে সপ্তাহে দুদিন পান-চকলেটের দোকান ও সময়-সুযোগ হলে মানুষের বাড়িতে পূজার্চনা করে এবং প্রতিদিন সকাল ও বিকালে টিউশনি করতো অনিক নাথ। প্ৰসঙ্গত, সংস্কৃত ভাষার ওপর অনেক দক্ষতা অর্জন করেছে অনিক। অভাব অনটনকে জীবনসঙ্গী করে আজ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে সে।
ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অনিক নাথ জানিয়েছে, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে চায় সে। তাঁর বক্তব্য, সংস্কৃত আমাদের দেবভাষা। প্রাচীনতম ভাষা সংস্কৃত আজ বিস্মৃতির পথে। দেবভাষা তথা প্রাচীন ভাষা রক্ষায় সংস্কৃত নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর করবে অনিক।
উচ্চমাধ্যমিকে উল্লেখযোগ্য সাফল্য অৰ্জন করে নিজের মা, বাবা, ভাই এবং গুরুদেব সুদীপ নাথজি সহ অনেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনিক বলেছে, তাঁদের অনুপ্রেরণায় আজ এই সাফল্যের শিখরে পৌঁছতে সক্ষম হয়েছে সে।
এদিকে অনিক নাথের সাফল্যে শ্রীভূমি জেলা রুদ্রজ ব্রাহ্মণ সম্মিলনীর সভাপতি বাবলু নাথ, সম্পাদক মুন্না দেবনাথ, প্রাক্তন সহ-সম্পাদক সন্তোষ নাথ এবং আদি নাথ শৈব সংঘের পক্ষ থেকে লিটন নাথ, সুজন নাথ, শিবম নাথ সহ অনেকেই আনন্দিত। তাঁর সাফল্য ও মেধা দেশ-দেশান্তরে ছড়িয়ে পড়ার কামনা করেছেন তাঁরা।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস