উচ্চ মাধ্যমিকে এবারও পাথারকান্দির বিভিন্ন বেসরকা‌রি শিক্ষা প্রতিষ্ঠানের নজরকাড়া সাফল্য
পাথারকান্দি (অসম), ৩০ এপ্রিল (হি.স.) : মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকে শ্রীভূমি জেলার অন্তৰ্গত পাথারকান্দির বিভিন্ন বেসরকা‌রি শিক্ষা প্রতিষ্ঠানের প‌রীক্ষার্থীরা নজরকাড়া ফলাফল প্রদর্শন করেছে। এর মধ্যে এলাকার হলি চিলড্রেন সিনিওর সেকেন্ডারি স্কুল এবার
উচ্চ মাধ্যমিকে এবারও পাথারকান্দির বিভিন্ন বেসরকা‌রি শিক্ষা প্রতিষ্ঠানের নজরকাড়া সাফল্য


পাথারকান্দি (অসম), ৩০ এপ্রিল (হি.স.) : মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকে শ্রীভূমি জেলার অন্তৰ্গত পাথারকান্দির বিভিন্ন বেসরকা‌রি শিক্ষা প্রতিষ্ঠানের প‌রীক্ষার্থীরা নজরকাড়া ফলাফল প্রদর্শন করেছে। এর মধ্যে এলাকার হলি চিলড্রেন সিনিওর সেকেন্ডারি স্কুল এবারও উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষায় ১০০ শতাংশ পাশের সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে। এবার স্কুলের মোট ২৪ জন পড়ুয়ার মধ্যে ২৪ জনই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

এতে প্রথম বিভাগে ১৬, দ্বিতীয় বিভাগে ৭ এবং তৃতীয় বিভাগে একজন পাশ করেছে। অন্যদিকে বাজারিছড়া মাকুন্দা খ্ৰিস্টান সিনিয়র সেকেন্ডারি স্কুলে কলা বিভাগে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ জনই পাশ করে। এর মধ্যে প্রথম বিভাগে ১১, দ্বিতীয় বিভাগে ২৯ এবং তৃতীয় বিভাগে পাঁচজন পাশ করে‌ছে। একইভাবে স্কুলের বিজ্ঞান শাখায় ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ জন পাশ করেছে। এর মধ্যে প্রথম বিভাগে ১৮ এবং দ্বিতীয় বিভাগে পাঁচজন সাফল্যের সঙ্গে পাশ করেছে।

পাথারকান্দি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ৬১ জন শিক্ষাৰ্থীর মধ্যে ৫২ জন উত্তীৰ্ণ হয়েছে। এতে যথাক্রমে প্রথম বিভাগে ১৭, দ্বিতীয় বিভাগে ২৪ এবং তৃতীয় বিভাগে ১১ জন উত্তীর্ণ হয়েছে।

তাছাড়া কলা বিভাগে ভালো ফলাফল করেছে হানিফাবাদ জুনিয়র কলেজ। এবার এই জুনিয়র কলেজ থেকে ৩৩ জন পড়ুয়ার মধ্যে ৩০ জন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে প্রথম বিভাগে ১২, দ্বিতীয় বিভাগে ১৩ এবং তৃতীয় বিভাগে পাঁচজন পাশ করেছে। একইভাবে কুর্তি আদর্শ বাংলা অ্যাকাডেমির ৬২ জনের মধ্যে ৫৮ জন সফল হয়েছে। এতে প্রথম বিভাগে ২৮, দ্বিতীয় বিভাগে ১৭ এবং তৃতীয় বিভাগে ১৩ জন পাশ করেছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande