অক্ষয় তৃতীয়ায় সুলতানগঞ্জে গঙ্গাস্নানে ভক্তদের ভিড়
ভাগলপুর, ৩০ এপ্রিল (হি.স.) : বিহারের ভাগলপুর জেলাতে অক্ষয় তৃতীয়া উপলক্ষে বুধবার সুলতানগঞ্জে গঙ্গাস্নানে ভক্তদের ঢল নামে। বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ নানা রাজ্য থেকে আসা ভক্তরা গঙ্গায় স্নান করে মা গঙ্গা ও বাবা অজয়নাথের পুজো করেন।
অক্ষয় তৃতীয়ায় সুলতানগঞ্জে গঙ্গাস্নানে ভক্তদের উপচে পড়া ভিড়


ভাগলপুর, ৩০ এপ্রিল (হি.স.) : বিহারের ভাগলপুর জেলাতে অক্ষয় তৃতীয়া উপলক্ষে বুধবার সুলতানগঞ্জে গঙ্গাস্নানে ভক্তদের ঢল নামে। বিহার, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ-সহ নানা রাজ্য থেকে আসা ভক্তরা গঙ্গায় স্নান করে মা গঙ্গা ও বাবা অজয়নাথের পুজো করেন। শাস্ত্র অনুসারে, অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করলে সুখ, সমৃদ্ধি এবং ধন লাভ হয়। গঙ্গাস্নান শেষে গঙ্গা জল সংগ্রহ করে বহু ভক্ত বৈদ্যনাথধামের উদ্দেশে রওনা হন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande