সস্ত্রীক দিলীপ ঘোষের দিঘায় যাওয়া নিয়ে মন্তব্যে নারাজ শুভেন্দু
পূর্ব মেদিনীপুর, ৩০ এপ্রিল (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে নব‍্বিবাহিতা স্ত্রীকে নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের দিঘায় জগন্নাথ মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যাওয়াকে ঘিরে দলেই প্রশ্ন উঠেছে। পরোক্ষে রাজ্য বিজেপি-র অনেকেই অসন্তোষ প্রকাশ করছেন।
সস্ত্রীক দিলীপ ঘোষের দিঘায় যাওয়া নিয়ে মন্তব্যে নারাজ শুভেন্দু


পূর্ব মেদিনীপুর, ৩০ এপ্রিল (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে নব‍্বিবাহিতা স্ত্রীকে নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষের দিঘায় জগন্নাথ মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে যাওয়াকে ঘিরে দলেই প্রশ্ন উঠেছে। পরোক্ষে রাজ্য বিজেপি-র অনেকেই অসন্তোষ প্রকাশ করছেন। যদিও বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন সকালে জানা যায়, জগন্নাথ মন্দিরের উদ্বোধনে বিজেপি নেতা দিলীপ ঘোষ আসবেন। এই বিষয়ে জিজ্ঞেস করা হলে শুভেন্দুবাবু কোনও মন্তব্য করতে চাননি। তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, “আপনি হিন্দুত্ব নিয়ে প্রশ্ন করবেন আমি উত্তর দেব। সরকারের সমালোচনার প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। দলের যদি কোনও অবস্থান থেকে থাকে, দলের দায়িত্বশীল ব্যক্তি সে বিষয়ে বলবেন। কোন ব্যক্তি, তিনি কী করবেন, কী করবেন না, কী বলবেন, কী বলবেন না, আমি উত্তর দেব না।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande