হাফলঙে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কার্যালয়ে দুষ্কৃতী-হানা
হাফলং (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে হাফলঙে অবস্থিত জাতীয় সড়ক কর্তৃপক্ষ কার্যালয়ে হানা দিয়েছে সাতজনের এক দুষ্কৃতকারীর দল। আজ বৃহস্পতিবার বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বুধবার প্রকাশ্য দিবালোকে হাতে একে ৪৭ রাইফেল নিয়ে হাফ
হাফলঙে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কার্যালয়


হাফলং (অসম), ১৭ এপ্রিল (হি.স.) : প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র নিয়ে হাফলঙে অবস্থিত জাতীয় সড়ক কর্তৃপক্ষ কার্যালয়ে হানা দিয়েছে সাতজনের এক দুষ্কৃতকারীর দল।

আজ বৃহস্পতিবার বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বুধবার প্রকাশ্য দিবালোকে হাতে একে ৪৭ রাইফেল নিয়ে হাফলঙে অবস্থিত ডিমা হাসাও জেলা ক্রীড়া সংস্থার পার্শ্ববর্তী জাতীয় সড়ক কর্তৃপক্ষের কার্যালয়ে সাতজনের এক দুষ্কৃতী দল হানা দিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করে। প্রকাশ্য দিবালোকে হাফলং শহরে এভাবে অস্ত্র হাতে নিয়ে জাতীয় সড়ক কার্যালয়ে দুষ্কৃতকারীদের হানা দেওয়ার ঘটনায় পাহাড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আবারও প্রশ্নের মুখে পড়েছে।

প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় কীভাবে বন্দুক নিয়ে দুষ্কৃতকারীরা প্রকাশ্যে চলাফেরা করছে, এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তা-হলে কি আবারও বন্দুকসংস্কৃতি ফিরে এসেছে পাহাড়ে? বুধবার সংগঠিত এ ঘটনার পর সমগ্র জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কিংবা পুলিশ প্রশাসন এ ঘটনা সম্পর্কে মুখ খুলতে চাইছে না।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande