কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার রাতে শরীরে অস্বস্তি বোধ করায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সূত্র মারফত জানা গিয়েছে, মাথা ঘোরার পাশাপাশি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরিচালকের। শনিবার সকাল থেকে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ঠিক কী হয়েছে, তা এখনও জানা যায়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, সমস্ত পরীক্ষার ফলাফল হাতে না পেলে বলা যাবে না, পরিচালকের কী হয়েছে। কতদিন তাঁকে হাসপাতালে থাকতে হবে, তা এখনও জানা যায়নি।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ