পানিসাগরে ডাম্পারের সাথে সংঘর্ষে বাইক চালকের মৃত্যু
ধর্মনগর (ত্রিপুরা), ১৯ এপ্রিল (হি.স.) : অসম-আগরতলা জাতীয় সড়কের উপর যান দুর্ঘটনায় যুবকের মৃত্যু। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৪টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন উপ্তাখালী সিলেটি ক্যাম্প সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, পাথর বোঝাই ড্রাম্প
দুর্ঘটনার পর সড়ক অবরোধ


ধর্মনগর (ত্রিপুরা), ১৯ এপ্রিল (হি.স.) : অসম-আগরতলা জাতীয় সড়কের উপর যান দুর্ঘটনায় যুবকের মৃত্যু। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৪টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন উপ্তাখালী সিলেটি ক্যাম্প সংলগ্ন এলাকায়।

জানা গিয়েছে, পাথর বোঝাই ড্রাম্পার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত বাইক চালকের নাম নির্মল দাস। বয়স ২৬ বছর। বাড়ি উপ্তাখালী গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার জনগণ সড়ক অবরোধে করে বসেন। রাস্তার দুই দিকে শতশত গাড়ি আটকে পড়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ ও ফরেন্সিক টিম। নিহত যুবকের মৃতদেহ বর্তমানে পানিসাগর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande