ধর্মনগর (ত্রিপুরা), ১৯ এপ্রিল (হি.স.) : অসম-আগরতলা জাতীয় সড়কের উপর যান দুর্ঘটনায় যুবকের মৃত্যু। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৪টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানাধীন উপ্তাখালী সিলেটি ক্যাম্প সংলগ্ন এলাকায়।
জানা গিয়েছে, পাথর বোঝাই ড্রাম্পার গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত বাইক চালকের নাম নির্মল দাস। বয়স ২৬ বছর। বাড়ি উপ্তাখালী গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার জনগণ সড়ক অবরোধে করে বসেন। রাস্তার দুই দিকে শতশত গাড়ি আটকে পড়েছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশ ও ফরেন্সিক টিম। নিহত যুবকের মৃতদেহ বর্তমানে পানিসাগর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ