ত্রিপুরায় শান্তি সম্প্রীতি অখুন্ন রাখতে ইমাম সংগঠনের আহ্বান
বক্সনগর (ত্রিপুরা), ১৯ এপ্রিল (হি.স.) : ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা স্তরে ধর্মনিরপেক্ষ মানুষ আন্দোলন করছে। এই আন্দোলন যেন শান্তিপূর্ণভাবে করা হয় তার জন্য উদ্যোক্তাদের প্রতি বিশেষ আবেদন জানিয়েছেন ইমাম সংগঠনের নেত
ইমাম সংগঠনের সাংবাদিক সম্মেলন


বক্সনগর (ত্রিপুরা), ১৯ এপ্রিল (হি.স.) : ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা স্তরে ধর্মনিরপেক্ষ মানুষ আন্দোলন করছে। এই আন্দোলন যেন শান্তিপূর্ণভাবে করা হয় তার জন্য উদ্যোক্তাদের প্রতি বিশেষ আবেদন জানিয়েছেন ইমাম সংগঠনের নেতৃত্বরা।

আগরতলা সংলগ্ন সিধাই মোহনপুর মুসলিম পাড়া মসজিদ ভাঙচুর এবং ইমামকে মারধর করে কিছু দুষ্কৃতী। পাশাপাশি বেধড়ক মারধর থেকে বাদ যায়নি বৃদ্ধ ও যুবকরাও। এক যুবককে মারধর করে জয় শ্রীরাম বলতেও বাধ্য করেন দুষ্কৃতীরা। এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মনে করেন ইমাম সংগঠনের প্রতিনিধিরা।

এই নেক্কারজনক ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানিয়েছেন ইমাম সংগঠনের সভাপতি মাওলানা ইয়াসিন মিয়া। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে রাজ্য সরকারের পাশাপাশি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের কর্মকর্তারা।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande