আগরতলা, ১৯ এপ্রিল (হি.স.) : সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপের আহ্বান জানিয়েছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। শনিবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগের একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। সভায় বিধায়ক সুদীপ রায় বর্মণ এবং সংখ্যালঘু বিভাগের নেতারাও উপস্থিত ছিলেন।
সভায় আশীষ কুমার সাহা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সংবিধানের উপর বিজেপি ক্রমাগত আক্রমণ করছে। তিনি শাসক দলকে সংবিধান দ্বারা জনগণের জন্য নিশ্চিত করা মৌলিক অধিকার ক্ষুণ্ন করার অভিযোগ করেন। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ধরণের কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ সংবিধানের একজন নিরলস রক্ষক হিসেবে কংগ্রেসের ভূমিকার উপর জোর দেন। তিনি বিজেপির তীব্র নিন্দা করে অভিযোগ করেন যে তারা একচেটিয়া ও সংবিধানবিরোধী এজেন্ডা পোষণ করছে। সংবিধানে অন্তর্ভুক্ত অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য কংগ্রেস সংগ্রাম চালিয়ে যাবে বলে তিনি জানান। তাঁর কথায়, আমরা ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করি এবং রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করব।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ