কলকাতা, ১৯ এপ্রিল (হি.স.): মহানগরী কলকাতায় ফের দুর্ঘটনা! শনিবার সকালে মেয়ো রোডে দু'টি গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন একটি গাড়ির চালক। পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৮টা নাগাদ রেড রোডে পুলিশ মেমোরিয়ালের সামনে দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি রেড রোড ধরে আসছিল।
আরেকটি গাড়ি মেয়ো রোডের দিক থেকে এসে ওই গাড়িটিকে ধাক্কা মারে। প্রথম গাড়ির চালক আহত হন। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এই দুর্ঘটনায় মামলা রুজু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ