অটোতে ছাত্রীর শ্লীলতাহানি, ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার অভিযুক্ত
আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.) : আগরতলায় যাত্রীবাহী অটোতে এক আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নির্দেশে পুলিশ অভিযুক্ত শ্যামল দাস (৩৯) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, বুধবার সূর্যমণিনগরে ত্রি
চার চোর গ্রেফতার


আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.) : আগরতলায় যাত্রীবাহী অটোতে এক আদিবাসী ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নির্দেশে পুলিশ অভিযুক্ত শ্যামল দাস (৩৯) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, বুধবার সূর্যমণিনগরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য জিবি বাজার থেকে একটি অটোতে ওঠেন ওই ছাত্রী। এক পুরুষ যাত্রী অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে এবং ছাত্রীকে অনুপযুক্তভাবে স্পর্শ করে। ছাত্রীটি তার মোবাইল ফোনে নির্যাতনের কিছু অংশ রেকর্ড করতে সক্ষম হয় এবং পরে ন্যায় বিচারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় এই নির্যাতনের ঘটনা শেয়ার করেন।

ত্রিপুরার রাজ পরিবারের সদস্য তথা তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মনও এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অভিযুক্তের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এদিকে, দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সকালের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে সরকার নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে, মুখ্যমন্ত্রী লিখেছেন, “সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ার ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করে, আমি পুলিশ কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং অপরাধীকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছি। অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। আমাদের সরকার আমাদের কন্যা এবং মায়েদের নিরাপত্তা এবং মর্যাদাকে অগ্রাধিকার দেয়, আইন ভঙ্গকারীদের প্রতি শূন্য সহনশীলতা নিশ্চিত করে”।

এদিকে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে জানিয়েছেন, ঘটনার পরপর পুলিশ একটি টিম গঠন করে। শহরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তাছাড়া পুলিশের খবরিদের সক্রিয় করা হয়। সব মিলিয়ে অত্যম্ত তৎপরতার সাথে অভিযুক্ত শ্যামল দাসকে গ্রেফতার করা হয়। তার বাড়ি গোমতী জেলায়। সে আগরতলায় বিভিন্ন জায়গায় থেকে শ্রমিকের কাজ করে। তার বিরুদ্ধে বিএনএস এর একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবারই আদালতে সোপর্দ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande