আপডেট...আগামীকাল ১০ এপ্রিল ঘোষণা হচ্ছে না অসম মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ (আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড) পরিচালিত মাধ্যমিক পরীক্ষা (এইচএসএলসি) ২০২৫-এর ফলাফল ঘোষণা হবে না, যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিম
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা (ফাইল ছবি)


গুয়াহাটি, ৯ এপ্রিল (হি.স.) : আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ (আসাম স্টেট স্কুল এডুকেশন বোর্ড) পরিচালিত মাধ্যমিক পরীক্ষা (এইচএসএলসি) ২০২৫-এর ফলাফল ঘোষণা হবে না, যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ক্রমবর্ধমান প্রত্যাশা, বিভিন্ন মহলের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী তাঁর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এর মাধ্যমে জনসাধারণের উদ্দেশ্যে এক বিবৃতি জারি করেছেন। এক্স-এ তিনি লিখেছেন, ‘আমি সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের জানাতে চাই, এইচএসএলসি পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে না। ফলাফল প্রস্তুত হয়ে গেলে বোর্ড তাৎক্ষণিকভাবে তা ঘোষণা করবে। দয়া করে ধৈর্য ধরুন।’

এখানে উল্লেখ করা যেতে পারে, একটি সূত্রে প্রাপ্ত খবরে জানা গিয়েছিল, আগামীকাল বৃহস্পতিবার স্কুল শিক্ষা পর্ষদ ফলাফল ঘোষণা হতে পারে। ইতিমধ্যে সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে বোর্ড। শুধু রাজ্য সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় সেবা কর্তৃপক্ষ। সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ মাধ্যমিকের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে ফলাফল। তবে মুখ্যমন্ত্রী সব জল্পনার অবসান ঘটিয়ে জানিয়েছেন, আগামীকাল (১০ এপ্রিল) মাধ্যমিকের ফলাফল ঘোষণা হবে না।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande