জর্জ চুতিয়া নিযুক্ত ডিমা হাসাও জেলার নতুন ক্রীড়া আধিকারিক
হাফলং (অসম), ৯ এপ্রিল (হি.স.) : অবশেষে রাজ্যের ক্রীড়া যুব কল্যাণ বিভাগ ডিমা হাসাও জেলা ক্রীড়া আধিকারিক হিসেবে জর্জ চুতিয়াকে নিয়োগ করেছে। জর্জ চুতিয়া পশ্চিম কারবি আংলং জেলার ক্রীড়া আধিকারিক ছিলেন। তাছাড়া কারবি আংলং জেলার ক্রীড়া আধিকারিক রিলিপ রংহাংকে
জর্জ চুতিয়া নিযুক্ত ডিমা হাসাও জেলার নতুন ক্রীড়া আধিকারিক


হাফলং (অসম), ৯ এপ্রিল (হি.স.) : অবশেষে রাজ্যের ক্রীড়া যুব কল্যাণ বিভাগ ডিমা হাসাও জেলা ক্রীড়া আধিকারিক হিসেবে জর্জ চুতিয়াকে নিয়োগ করেছে। জর্জ চুতিয়া পশ্চিম কারবি আংলং জেলার ক্রীড়া আধিকারিক ছিলেন। তাছাড়া কারবি আংলং জেলার ক্রীড়া আধিকারিক রিলিপ রংহাংকে পশ্চিম কারবি আংলং জেলার ক্রীড়া আধিকারিক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের যুগ্মসচিব সুরজিৎ সনোয়াল এ সংক্রান্ত এক নির্দেশ জারি করেছেন।

প্রসঙ্গত, ডিমা হাসাও জেলা ক্রীড়া বিভাগে দীর্ঘদিন থেকে ভারপ্রাপ্ত আধিকারিককে দিয়ে কাজ চলছিল। জাগির খান নামের এক প্রধানশিক্ষক জেলা ক্রীড়া আধিকারিকের দায়িত্বে ছিলেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande