বৃহস্পতিবার শ্রীভূমিতে আসছেন পাথারকান্দি সম-জেলার নির্বাচনী পর্যবেক্ষক
শ্রীভূমি (অসম), ৯ এপ্রিল (হি.স.) : পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে পাথারকান্দি সম-জেলার নির্বাচনী পর্যবেক্ষক সাজ্জাদ আলম (৯৪৩৫১০৮২৫১) আগামীকাল বৃহস্পতিবার শ্রীভূমি আসছেন। উল্লেখ্য এর আগে নির্বাচনী পর্যবেক্ষক সাজ্জাদ আলমের শ্রীভূমি আসার কথা ছিল বুধবার।
বৃহস্পতিবার শ্রীভূমিতে আসছেন পাথারকান্দি সম-জেলার নির্বাচনী পর্যবেক্ষক


শ্রীভূমি (অসম), ৯ এপ্রিল (হি.স.) : পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে পাথারকান্দি সম-জেলার নির্বাচনী পর্যবেক্ষক সাজ্জাদ আলম (৯৪৩৫১০৮২৫১) আগামীকাল বৃহস্পতিবার শ্রীভূমি আসছেন।

উল্লেখ্য এর আগে নির্বাচনী পর্যবেক্ষক সাজ্জাদ আলমের শ্রীভূমি আসার কথা ছিল বুধবার। কিন্তু অনিবার্য কারণে তিনি বৃহস্পতিবার আসবেন। পাশাপাশি পর্যবেক্ষকের প্রটোকল অফিসার হিসেবে এল প্রকাশ সিংহের বদলে পাথারকান্দি বিডিও অফিসের এএসআরএলএম-এর বিপিএম বিজয় দেবকে (৯৫৩১০৫৬৭৩৭) দায়িত্ব দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande