গুয়াহাটি, ৫ এপ্রিল (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে গত অর্থবৰ্ষে পণ্য আনলোডিঙে ধারাবাহিক বৃদ্ধি প্রদর্শন করেছে। ২০২৪-২৫ অর্থবর্ষে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ১৩,০৯১টি পণ্যবাহী রেক আনলোড করেছে। এর মধ্যে ১২,৮৮টি রেক শুধুমাত্র মার্চ ২০২৫-এ আনলোড করা হয়েছে।
আজ শনিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, ২০২৫-এর মার্চ মাসে অসমে পণ্যবাহী ট্রেনের মোট ৬88টি রেক আনলোড করা হয়েছে। এর মধ্যে ৩১৩টি রেকে অত্যাবশ্যক সামগ্রী ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ১৩১টি রেক, নাগাল্যান্ডে ২৪টি রেক, অরুণাচল প্রদেশে আটটি রেক, মণিপুর এবং মিজোরামে ছয়টি করে রেক আনলোড করা হয়েছে। এছাড়া, এ মাসেই উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ২৩৪টি এবং বিহারে ১৯১টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে।
অত্যাবশ্যক ও অন্যান্য পণ্য সামগ্রী শুধুমাত্র সাধারণ জনগণের চাহিদা পূরণের জন্য নয়, বরং পাশাপাশি সমগ্র অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপকে সক্রিয় রাখতে ও বিকশিত করতে নিয়মিতভাবে পরিবহণ করা হচ্ছে। উন্নত টার্মিনাল হ্যান্ডলিং সুবিধা এবং আরও গুডস্ শেড চালু করার ফলে গ্রাহক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের জন্য সীমিত সময়ের মধ্যে অন্তর্মুখী রেকগুলি আনলোড ও পরিষ্কার করা কাজকে আরও সুবিধাজনক করে তুলেছে এনএফ রেলওয়ে। সমস্ত স্তরে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্ন-অ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিঙের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, বলা হয়েছে প্রেস বার্তায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস