উদয়পুর (ত্রিপুরা), ৫ এপ্রিল (হি.স.) : বিজেপি ও তিপ্রা মথা'র বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাদের বিভাজনের বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ষা করতে হবে জাতি-উপজাতির ঐক্য, হিন্দু-মুসলিমের সম্প্রীতি। শনিবার গোমতী জেলার তুলামুড়ায় রাজ্যের বিরোধী দলনেতাকে জাত তুলে অপমানজনক মন্তব্যের প্রতিবাদে এবং মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগের দাবিতে মিছিল ও সভায় এই আহ্বান জানান বাম নেতৃত্বরা।
জিএমপি-ডিওয়াইএফ-টিওয়াইএফ তুলামুড়া অঞ্চল কমিটির ডাকে ত্রিপুরা বিধানসভায় বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা ও মন্ত্রী রতন লাল নাথের জাতিগত বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মিছিল ও বাজার সভা অনুষ্ঠিত হয়। সিপিআই(এম) তুলামুড়া অঞ্চল অফিসের সামনে থেকে শ্লোগানে সোচ্চার গর্জমান মিছিল শুরু হয়ে গোটা বাজার পরিক্রমা করে মিলিত হয় বাজার সভায়।
সভায় বিশুপদ মুড়াসিং, মনীন্দ্র জমাতিয়া, নিরঞ্জন সেন ছিলেন সভাপতিমন্ডলীতে। বক্তব্য রাখেন জিএমপি'র উদয়পুর বিভাগীয় সম্পাদক অনন্ত জমাতিয়া, ডিওয়াইএফআই-এর উদয়পুর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্ত্তী, টিওয়াইএফ-এর উদয়পুর বিভাগীয় সম্পাদক রাজেন্দ্র জমাতিয়া। এছাড়াও মিছিল ও সভায় অংশ নেন গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব শ্রীবাস দেবনাথ, নিখিল দাস, শ্যামাপ্রসাদ গোস্বামী, হারাধন চক্রবর্ত্তী প্রমুখরা।
নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, জনগণের স্বার্থসংশ্লিষ্ট কোন কাজ নেই বিজেপি জোট সরকারের। গোটা রাজ্য ছেয়ে গেছে দুর্নীতিতে। বিধানসভাতে জনগণের জন্য কথা বলতে গেলেই বিরোধীদের কন্ঠরোধ করা হচ্ছে। তারপরও যখন হচ্ছে না তখন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরীকে জাত তুলে অপমানজনক মন্তব্য করার মধ্য দিয়ে উপজাতিদের সম্পর্কে বিজেপির কি মনোভাব তা প্রতিফলিত হয়েছে। রাজ্যে জাতি-উপজাতিতে বিরোধ তৈরী করতে সচেষ্ট বিজেপি-মথা। তেমনি গোটা দেশে বিজেপি হিন্দু-মুসলিমের মধ্যে বিভাজনের খেলা খেলছে। ওয়াকফ বিল সংশোধন তারই অঙ্গ। দেশ-রাজ্যের জনগণ বহুবিধ সমস্যায় ভুগছেন, কিন্তু উদাসীন সরকার। কর্মসংস্থানের সুযোগ নেই। নেশায় ডুবছে রাজ্য। দূর্নীতি রন্ধ্রে রন্ধ্রে। এই অবস্থায় জাত-ধর্ম নিয়ে বিজেপি যে খেলায় নেমেছে তার বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বাম নেতৃত্বরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ