হাফলং (অসম), ৬ এপ্রিল (হি.স.) : ডিমা হাসাও জেলার সদর শহর হাফলঙে ১১৩ বছর পুরনো জগন্নাথ মন্দিরে রামনবমী উদযাপনের পাশাপাশি বাসন্তী পূজার আয়োজন করা হয়। সপ্তমী থেকে শুরু করে রাম নবমীর দিন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় হাফলং জগন্নাথ মন্দিরে।
আজ রবিবার রামনবমীতে প্ৰচুর ভক্তের সমাগম ঘটে জগন্নাথ মন্দিরে। বাসন্তী পূজা উপলক্ষ্যে সপ্তমী থেকে রামনবমী পর্যন্ত ভক্ত দর্শনার্থীদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হয় পূজা কমিটির পক্ষ থেকে। হাফলং জগন্নাথ মন্দির পূজা কমিটির সম্পাদক সুজিত দাস বাসন্তী পূজা সম্পৰ্কে জানান, গত ১১ বছর ধরে জগন্নাথ মন্দিরে তাঁরা বাসন্তী পূজার আয়োজন করে আসছেন, সঙ্গে রামনবমীও পালন করা হয়।
তিনি বলেন, পাহাড়ি এই জেলায় শান্তি-সম্প্ৰতি বজায় থাকার পাশাপাশি সকলের সঙ্গে সৌভ্রাত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে প্রতি বছর চৈত্র মাসে মা দুর্গার আরাধনা করার জন্য বাসন্তী পূজার আয়োজন করা হয়। তাছাড়া হাফলং শহরের ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় মানুষের সক্ৰিয় অংশগ্রহণ ও সহযোগিতায় গত ১১ বছর ধরে হাফলং জগন্নাথ মন্দির প্ৰাঙ্গণে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে, জানান সুজিত দাস।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব