স্কুলের ফি বাড়ানোর প্রতিবাদে কুমারঘাটে সড়ক অবরোধ অভিভাবকদের
কুমারঘাট (ত্রিপুরা), ৮ এপ্রিল (হি.স.) : স্কুলের ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে সামিল হলেন অভিভাবকরা৷ ঘটনা মঙ্গলবার ঊনকোটি জেলার কুমারঘাটে নিবেদিতা ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক স্কুলে৷ অভিভাবকরা স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে কৈলাসহর-কুমারঘাট সড়ক অবরোধ কর
অবরোধ আন্দোলন


কুমারঘাট (ত্রিপুরা), ৮ এপ্রিল (হি.স.) : স্কুলের ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে সামিল হলেন অভিভাবকরা৷ ঘটনা মঙ্গলবার ঊনকোটি জেলার কুমারঘাটে নিবেদিতা ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক স্কুলে৷ অভিভাবকরা স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে কৈলাসহর-কুমারঘাট সড়ক অবরোধ করেছেন৷

জানা গিয়েছে ওই স্কুলের কতৃপক্ষ বর্তমান শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের জন্য ফি বাড়িয়ে দিয়েছেন৷ ফি বাড়ানোর কোন যুক্তিসংগত কারণ দেখাতে পারেননি স্কুল কতৃপক্ষ৷ বিষয়টি নিয়ে গত কদিন ধরেই অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল৷ মঙ্গলবার কয়েকজন অভিভাবক একজোট হয়ে স্কুলে গিয়ে বিষয়টি সম্পর্কে স্কুল কতৃপক্ষের সাথে যোগাযোগ করেন৷ কিন্তু, সন্তোষজনক কোন উত্তর না পেয়ে স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছেন৷ তারপর অভিভাবকরা স্কুলের সামনে কৈলাসহর- কুমারঘাট সড়ক অবরোধ করেন৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ৷ অবরোধকারীদের সাথে আলোচনার মাধ্যমে অবরোধ প্রত্যাহার করা হয়৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande