দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন
বিলোনিয়া (ত্রিপুরা), ১৭ এপ্রিল (হি.স.) : প্রদেশ কংগ্রেসের নির্দেশে দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেস ও যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল করা হয়। কংগ্রেসের অভিযোগ, ইডি-কে ব্যাবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার র
কংগ্রেসের বিক্ষোভ মিছিল


বিলোনিয়া (ত্রিপুরা), ১৭ এপ্রিল (হি.স.) : প্রদেশ কংগ্রেসের নির্দেশে দক্ষিণ ত্রিপুরা জেলা কংগ্রেস ও যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল করা হয়। কংগ্রেসের অভিযোগ, ইডি-কে ব্যাবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিলোনিয়া কংগ্রেস ভবন থেকে বিলোনিয়া পোস্ট অফিস পর্যন্ত বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে ভারত চন্দ্র নগর ব্লকে ৬ দফা দাবির ভিত্তিতে কংগ্রেস দলের পক্ষ থেকে এক প্রতিনিধি মূলক ডেপুটেশন দেওয়া হয়।

দাবিগুলির মধ্যে রয়েছে সংরক্ষণ মেনে স্বচ্ছতার সাথে রাজ্য সরকারের সমস্ত শূন্যপদ পূরণ করা। অগ্নিনির্বাপক দপ্তর সহ অন্যান্য দপ্তরে চাকরি প্রক্রিয়ায় দুর্নীতির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা। সংগঠিত বেসরকারি ক্ষেত্র ও সরকারি প্রকল্পে কর্মী নিয়োগে সংরক্ষণ চালু করা। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিলম্বিত প্রক্রিয়া ও রাজ্যের স্থায়ী বেকারদের বঞ্চনা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়া। নেশা বাণিজ্য বন্ধে প্রশাসনকে রাজনৈতিক হস্তক্ষেপের উর্ধে উঠে নেশা কারবারের সাথে যুক্তদের কঠোর শাস্তি প্রদান। রাজ্যের সর্ববৃহৎ জমি কেলেঙ্কারির তথ্য উদঘাটন করে দোষীদের চিহ্নিত করতে অবিলম্বে সিবিআই তদন্ত করা। এইসব দাবিগুলি সনদের আকারে ব্লক আধিকারিকের মাধ্যমে মুখ্যসচিবের কাছে প্রেরণ করে কংগ্রেস।

এদিনের বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনে উপস্থিত ছিলেন পিসিসি সদস্য মিলন কর, জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারী, জেলা যুব কংগ্রেস সভাপতি অজিতাভ মজুমদার, বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদার সহ যুব কংগ্রেস নেতা কর্মীরা।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande