সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদান, জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত জগদ্গুরু রামভদ্রাচার্য
নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃত পণ্ডিত জগদ্গুরু রামভদ্রাচার্যকে ৫৮-তম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেন। জগদ্গুরু রামভদ্রাচার্য এবং প্রখ্যাত উর্দু কবি ও গীতিকার গুলজারকে ২
সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদান, জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত জগদ্গুরু রামভদ্রাচার্য


নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃত পণ্ডিত জগদ্গুরু রামভদ্রাচার্যকে ৫৮-তম জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করেন। জগদ্গুরু রামভদ্রাচার্য এবং প্রখ্যাত উর্দু কবি ও গীতিকার গুলজারকে ২০২৩ সালের জন্য এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। সাহিত্যের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই বিশিষ্ট ব্যক্তিত্বদের এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি উভয় সাহিত্যিক ব্যক্তিত্বকে অভিনন্দন জানান। অনুষ্ঠানে জগদ্গুরু রামভদ্রাচার্য পুরস্কার প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে বলেন, তাঁর সাহিত্যকর্মকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande