হলদওয়ানি, ১৭ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ‘অপারেশন সিঁদুরে’ ভারতীয় সামরিক বাহিনীর পরাক্রমকে সম্মান জানাতে ‘তিরঙ্গা যাত্রা’র আয়োজন করা হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। এবার উত্তরাখণ্ডের হলদওয়ানিতে আয়োজিত হল তিরঙ্গা যাত্রা। শনিবার সকালে তিরঙ্গা যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর দৃঢ় নীতি ও নেতৃত্বের কারণে, এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিচালনা করতে পেরেছি। 'তিরঙ্গা শৌর্য সম্মান যাত্রা' কেবল একটি যাত্রা নয়, এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহস ও বীরত্বকে স্যালুট ও সম্মান জানানোর একটি সুযোগ।'
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ