কাশ্মীরে পর্যটনের ব্যাপক ক্ষতি হয়েছে, মেনে নিলেন ওমর আব্দুল্লাহ
শ্রীনগর, ১৭ মে (হি.স.): পহেলগামে সন্ত্রাসী হামলার পর কাশ্মীরে পর্যটনে ব্যাপক ক্ষতি হয়েছে, মেনে নিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শনিবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লাহ বলেছেন, পর্যটনের বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রীষ
ওমর আব্দুল্লাহ


শ্রীনগর, ১৭ মে (হি.স.): পহেলগামে সন্ত্রাসী হামলার পর কাশ্মীরে পর্যটনে ব্যাপক ক্ষতি হয়েছে, মেনে নিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। শনিবার শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লাহ বলেছেন, পর্যটনের বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রীষ্মকালে আমাদের কাছে খুব একটা পর্যটক আসে না। আমরা এখন অমরনাথ যাত্রার উপর মনোযোগ দিচ্ছি।

ওমর আব্দুল্লাহ বলেছেন, আমরা চাই অমরনাথ যাত্রা যেন কোনও দুর্ঘটনা ছাড়াই সম্পন্ন হয়। আমরা চাই অমরনাথ যাত্রায় আসা ভক্তরা তাদের দর্শন শেষে নিরাপদে ফিরে যান। উল্লেখ্য, পহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই মনে করা হচ্ছিল, পর্যটনে বড়সড় প্রভাব পড়তে পারে। বাস্তবেও তাই হয়েছে। এই মুহূর্তে কাশ্মীরমুখী হচ্ছেন না পর্যটকরা।

মুখ্য়মন্ত্রী ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, সীমান্তবর্তী এলাকায়, নিয়ন্ত্রণ রেখায় কোনও সংঘর্ষ-বিরতি লঙ্ঘনের খবর নেই। আমরা ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছি। ক্ষয়ক্ষতির মূল্যায়ন রিপোর্ট তৈরি হয়ে গেলে, আমরা একটি ক্ষতিপূরণ প্যাকেজ প্রস্তুত করব।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande