শক্তি থাকলে বিশ্ব ভালোবাসার ভাষাও শোনে: মোহন ভাগবত
জয়পুর, ১৭ মে (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত শনিবার বলেন যে, যখন আপনার ক্ষমতা থাকে তখনই বিশ্ব আপনার কথা শোনে। তিনি বলেন, ভারত বিশ্বের সবচেয়ে প্রাচীন দেশ। তার ভূমিকা একজন বড় ভাইয়ের মতো। ভারত বিশ্বে শান্তি ও সম্প্রীতির
মোহন ভাগবত


ডঃ মোহন ভাগবতকে সম্মানিত করা হয়


জয়পুর, ১৭ মে (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত শনিবার বলেন যে, যখন আপনার ক্ষমতা থাকে তখনই বিশ্ব আপনার কথা শোনে। তিনি বলেন, ভারত বিশ্বের সবচেয়ে প্রাচীন দেশ। তার ভূমিকা একজন বড় ভাইয়ের মতো। ভারত বিশ্বে শান্তি ও সম্প্রীতির জন্য কাজ করছে।

শনিবার জয়পুরের হারমাদায় রবিনাথ আশ্রমে রবিনাথ মহারাজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডঃ মোহন ভাগবত বক্তব্য রাখেন। তিনি বলেন যে, ভারতে ত্যাগের ঐতিহ্য রয়েছে। আমরা ভগবান রাম থেকে ভামাশাহ পর্যন্ত সকলের পূজা করি। তিনি বলেন, বিশ্বকে ধর্ম শেখানো ভারতের কর্তব্য, কিন্তু এর জন্যও শক্তির প্রয়োজন। পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ভারত কাউকে ঘৃণা করে না। কিন্তু বিশ্ব ভালোবাসা ও কল্যাণের ভাষা তখনই শোনে, যখন আপনার শক্তি থাকে। এটাই পৃথিবীর নিয়ম। তাই বিশ্ব কল্যাণের জন্য আমাদের শক্তিশালী হতে হবে। ডঃ মোহন ভাগবত বলেন যে বিশ্বকল্যাণই আমাদের ধর্ম। এটি বিশেষ করে হিন্দু ধর্মের একটি অবশ্য কর্তব্য। এটি আমাদের ঋষিদের পরম্পরা। এই ঐতিহ্য সাধু সম্প্রদায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। রবিনাথ মহারাজের সঙ্গে তাঁর অভিজ্ঞতা ভাগ করে বলেন যে, তাঁর করুণা আমাদের জীবনে ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করে। অনুষ্ঠানে ভবনাথ মহারাজ ডঃ মোহন ভাগবতকে সম্মানিত করেন। এদিন বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande