টার্গেট গৌরব গগৈ, ‘ভারত-পাক সংঘর্ষের চরমাবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে একটি বাক্যও ব্যয় করেননি তিনি’, বক্তা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
গুয়াহাটি, ১৭ মে (হি.স.) : ‘অপারেশন সিঁদুর’ শীর্ষক ভারত-পাক সংঘর্ষ যখন চরমে, তখন পাকিস্তানের বিরুদ্ধে একটি বাক্যও ব্যয় করেননি অসম থেকে নির্বাচিত সাংসদ...।’ নাম না ধরে লোকসভায় বিরোধী উপনেতা তথা কংগ্রেসের সাংসদ গৌরব গগৈয়ের উদ্দেশ্যে বলেছেন অসমের মুখ্যমন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা


গুয়াহাটি, ১৭ মে (হি.স.) : ‘অপারেশন সিঁদুর’ শীর্ষক ভারত-পাক সংঘর্ষ যখন চরমে, তখন পাকিস্তানের বিরুদ্ধে একটি বাক্যও ব্যয় করেননি অসম থেকে নির্বাচিত সাংসদ...।’ নাম না ধরে লোকসভায় বিরোধী উপনেতা তথা কংগ্রেসের সাংসদ গৌরব গগৈয়ের উদ্দেশ্যে বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

প্ৰসঙ্গত, সীমান্তবর্তী সন্ত্রাসবাদে পাকিস্তানের পৃষ্ঠপোষকতার অভিযোগে বিশ্বব্যাপী অংশীদারদের সাথে আলোচনার জন্য গঠিত সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যপদে অসমের একজন কংগ্রেস সদস্য তথা সাংসদকে অন্তর্ভুক্ত করা নিয়ে রাজনৈতিক বিতর্ক যখন চরমে, তখন গৌরব গগৈয়ের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছেন অসমের মুখ্যমন্ত্রী।

সাংবাদিকদের এক জিজ্ঞাসার জবাবে গৌরব গগৈয়ের নাম না ধরে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা অভিযোগ করেন, ‘অসম থেকে নির্বাচিত কংগ্রেসের সাংসদটি কখনও প্রকাশ্যে পাকিস্তানের সমালোচনা করেননি, এমন-কি চরম উত্তেজনার সময়ও না। এর পরিবর্তে তিনি কেবল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পরোক্ষ মন্তব্য করেছেন।’ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ওই কংগ্রেস সাংসদ কিছুদিন আগে পাকিস্তান সফর করেছেন। আতিথেয়তা গ্রহণ করেছেন। কিন্তু সাংসদটি পাকিস্তান সফরের কথা অস্বীকার করেননি। তাই তাঁর পাকিস্তান সফরের উদ্দেশ্য এবং বিবরণ সম্পর্কে বহু প্রশ্ন রয়ে গেছে।’

হিমন্তবিশ্বের আরও অভিযোগ, ‘সাংসদের স্ত্রী দু বছর ধরে পাকিস্তান-ভিত্তিক একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে অর্থ পেয়েছেন। ওই এনজিও-র সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর যোগসূত্র রয়েছে। এ সম্পৰ্কিত তথ্য আমাদের হাতে আছে।’

উল্লেখ্য, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রাহুল গান্ধীকে সংবেদনশীল প্রতিনিধিদলের সদস্যপদে অসমের সাংসদের অন্তর্ভুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande