ধুবড়ি (অসম), ১৭ মে (হি.স.) : সন্ত্রাসীযোগের অভিযোগে ধুবড়ি জেলার অন্তর্গত বিলাসিপাড়ায় গোপন অভিযান চালিয়ে তিন মহিলা সহ পুলিশ আটক করেছে ডজনের বেশি সাইবার অপরাধী।
জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীর রাত থেকে আজ শনিবার ভোর পর্যন্ত বিলাসিপাড়ার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিন মহিলা সহ বারোজনের বেশি সাইবার অপরাধীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গোপনে পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্র স্থাপন করেছিল।
তবে পুলিশের সূত্রটি অভিযানের মূল উদ্দেশ্য সম্পর্কে সরকারিভাবে এখনও স্পষ্ট কোনও তথ্য দেয়নি। তাছাড়া তদন্তের স্বার্থে আটককৃতদের পরিচয়ও এখনও জানানো হয়নি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশের কর্মকর্তারা মামলার সুনির্দিষ্ট বিষয়ে কোনও স্পষ্ট মন্তব্য করছেন না। অবশ্য বলেছেন, প্রাথমিক তদন্ত শেষ হওয়ার পর সরকরিভাবে তথ্য প্রদান করা হবে। তবে অনুমান করা হচ্ছে, চলমান সাইবার অপরাধ তদন্ত বা সন্ত্রাসবিরোধী তদন্তের সাথে এই অভিযানের যোগসূত্র রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস