নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): মহাকাশ কর্মসূচির ১০১-তম অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ইসরো-র পিএসএলভি-সি৬১ রকেট আগামীকাল ভোর ৫:৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ, ইওএস-০৯ উপগ্রহ নিয়ে উৎক্ষেপণ করবে।
এই অভিযানটি ইওএস-০৯-কে সূর্যের সমকালীন মেরু কক্ষপথে স্থাপন করবে। ইওএস-০৯ বিভিন্ন ক্ষেত্রের কার্যকরী প্রয়োগের জন্য অবিচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য রিমোট সেন্সিং ডেটা সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই অভিযানে একটি সিন্থেটিক অ্যাপারচার রাডার পেলোড রয়েছে, যা সমস্ত আবহাওয়ার পরিস্থিতিতে পৃথিবী পর্যবেক্ষণ অ্যাপ্লিকেশনের জন্য চিত্র সরবরাহ করতে সক্ষম। এই উৎক্ষেপণের জন্য শনিবার সকালে কাউন্টডাউন শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ