সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে মনোজ সিনহা, মানুষের পাশে থাকার আশ্বাস
শ্রীনগর, ১৭ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা শনিবার কুপওয়ারা জেলার তাংধর সেক্টরের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। এই সময়ে সীমান্তবর্তী গ্রামে পাকিস্তানের গোলাগুলির ফলে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা
সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে মনোজ সিনহা


শ্রীনগর, ১৭ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা শনিবার কুপওয়ারা জেলার তাংধর সেক্টরের সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। এই সময়ে সীমান্তবর্তী গ্রামে পাকিস্তানের গোলাগুলির ফলে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করেছেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, প্রতিপক্ষের গোলাগুলির কারণে এখানকার অনেক বাড়িঘর এবং বাণিজ্যিক সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ আমি একজন ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিকের সঙ্গে সেই স্থানগুলি পরিদর্শন করেছি, নিজের চোখে পরিস্থিতি দেখেছি এবং মানুষের সমস্যাগুলি বোঝার জন্য তাঁদের সঙ্গে কথা বলেছি। প্রশাসনের মূল্যায়নের ভিত্তিতে, সম্ভাব্য তাৎক্ষণিক সহায়তা প্রদান করা হয়েছে। কিছু মানুষের পুনর্বাসন বাকি আছে। তবে আমি মনে করি এই সাহায্য যথেষ্ট নয়। বিভাগীয় কমিশনার কাশ্মীর এবং ঊর্ধ্বতন আধিকারিকরা যৌথভাবে ক্ষতির জন্য একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করবেন। এর ভিত্তিতে, আমরা ভারত সরকারকে অনুরোধ করব এবং অবশিষ্ট লোকদের পুনর্বাসনের জন্য অনুরোধ করব।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande