কেদারনাথে দুর্ঘটনার কবলে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স, নিরাপদে সব যাত্রী
কেদারনাথ, ১৭ মে (হি.স.): কেদারনাথে দুর্ঘটনার কবলে পড়ল এইমস ঋষিকেশ-এর একটি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স। হেলিকপ্টারের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শনিবার কেদারনাথে জরুরি অবতরণ (ক্রাশ ল্যান্ডিং) করে হেলিকপ্টারটি। হেলিকপ্টারে থাকা তিন যাত্রী (একজন ডাক
কেদারনাথে দুর্ঘটনার কবলে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স, নিরাপদে সব যাত্রী


কেদারনাথ, ১৭ মে (হি.স.): কেদারনাথে দুর্ঘটনার কবলে পড়ল এইমস ঋষিকেশ-এর একটি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স। হেলিকপ্টারের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শনিবার কেদারনাথে জরুরি অবতরণ (ক্রাশ ল্যান্ডিং) করে হেলিকপ্টারটি। হেলিকপ্টারে থাকা তিন যাত্রী (একজন ডাক্তার, একজন ক্যাপ্টেন এবং একজন মেডিকেল স্টাফ) নিরাপদে আছেন।

গাড়োয়াল কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন, শনিবার কেদারনাথে দুর্ঘটনার কবলে পড়ল এইমস ঋষিকেশ-এর একটি হেলিকপ্টার অ্যাম্বুলেন্স। হেলিকপ্টারের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই বিপত্তি। হেলিকপ্টারে থাকা সমস্ত যাত্রী নিরাপদ আছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande