বাল্যবিবাহ একটি বড় সামাজিক সমস্যা : সমাজকল্যাণ মন্ত্রী
কৈলাসহর (ত্রিপুরা), ১৬ মে (হি.স.) : বাল্যবিবাহ বা অপ্রাপ্তবয়স্ক বিবাহ একটি বড় সামাজিক সমস্যা। শুক্রবার ঊনকোটি জেলার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত জেলাভিত্তিক রক্ত দান শিবিরের উদ্বোধন করে একথা বলেন সমাজকল্
মন্ত্রী টিংকু রায়


কৈলাসহর (ত্রিপুরা), ১৬ মে (হি.স.) : বাল্যবিবাহ বা অপ্রাপ্তবয়স্ক বিবাহ একটি বড় সামাজিক সমস্যা। শুক্রবার ঊনকোটি জেলার কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত জেলাভিত্তিক রক্ত দান শিবিরের উদ্বোধন করে একথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, যদি অপ্রাপ্তবয়স্ক বধুরা গর্ভবতী হয়ে পড়ে তখন প্রসবের সময় তাদের অতিরিক্ত রক্তের প্রয়োজন পড়ে। এর ফলে রক্তের চাহিদাও বেড়ে যায়। রক্তদানের মাধ্যমেই মানুষের অমূল্য জীবনকে রক্ষা করা যায়। তাই রক্তদানের কোনো বিকল্প নেই। সমাজের সকল স্তরের মানুষকে বাল্য বিবাহ রোধ বিষয়ে সচেতন হতে আহ্বান জানান মন্ত্রী টিংকু রায়।

শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande