শিল্পপতি হতে চায় মাধ্যমিকে দশম রাহুল
দক্ষিণ ২৪ পরগনা, ২ মে (হি.স.): মাধ‍্যমিকে দশম স্থানে রাহুল রিক্তিরাজ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ৪ নম্বর ওয়ার্ডের ছাত্র জয়নগর জে এম ট্রেনিং স্কুলের রাহুল রিক্তিরাজের প্রাপ্ত নম্বর ৬৮৮। সে উদ্যোগপতি বা শিল্পপতি হতে চায়। জানা গেছে, রাহুলের বাবা আব্দুল র
শিল্পপতি হতে চায় মাধ্যমিকে দশম রাহুল


দক্ষিণ ২৪ পরগনা, ২ মে (হি.স.): মাধ‍্যমিকে দশম স্থানে রাহুল রিক্তিরাজ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ৪ নম্বর ওয়ার্ডের ছাত্র জয়নগর জে এম ট্রেনিং স্কুলের রাহুল রিক্তিরাজের প্রাপ্ত নম্বর ৬৮৮। সে উদ্যোগপতি বা শিল্পপতি হতে চায়। জানা গেছে, রাহুলের বাবা আব্দুল রাকিব একজন স্কুল শিক্ষক। তাঁর মা গৃহবধূ। সায়েন্স নিয়ে পড়তে চায় রাহুল।

রাহুলের কথায়, সায়েন্স নিয়ে একাদশ-দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে চাই। সেই পথেই নিজের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেছে রাহুল। তবে দেশের অর্থনীতির হাল ফেরানোই তার প্রধান উদ্দেশ্য। নিজস্ব চিন্তা ও দৃষ্টিভঙ্গি নিয়ে ভবিষ্যতের পরিকল্পনায় বেশ দৃঢ় রাহুল। তার ইচ্ছে, উচ্চশিক্ষা শেষ করে উদ্যোগপতি হওয়ার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande