ধুবুলিয়ায় সত্যজিৎ স্মরণ
নদিয়া, ২ মে (হি. স.) শুক্রবার নদিয়ার ধুবুলিয়া কথাশিল্প আবৃত্তি চর্চাকেন্দ্র স্থানীয় শিশু নিকেতন স্কুলের সভাগৃহে আয়োজন হলো সত্যজিৎ স্মরণানুষ্ঠান। তাঁকে নিয়ে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন - শ্যামাপ্রসাদ ঘোষ, স্বপন পাল এবং পীতম ভট্টাচার্য। কবিতাপাঠ ক
কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন পালিত


নদিয়া, ২ মে (হি. স.) শুক্রবার নদিয়ার ধুবুলিয়া কথাশিল্প আবৃত্তি চর্চাকেন্দ্র স্থানীয় শিশু নিকেতন স্কুলের সভাগৃহে আয়োজন হলো সত্যজিৎ স্মরণানুষ্ঠান। তাঁকে নিয়ে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন - শ্যামাপ্রসাদ ঘোষ, স্বপন পাল এবং পীতম ভট্টাচার্য। কবিতাপাঠ করা হয়। তাঁর প্রতি নিবেদিত কবিতা আবৃত্তি করে কথাশিল্প সংস্থার ছাত্র ও ছাত্রীরা। তাঁর সিনেমার গানে নৃত্য পরিবেশন করে কথাশিল্প'র ছাত্রীরা, নৃত্য পরিচালনায় ছিলেন পিকলু মন্ডল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande