দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পাথারকান্দিতে শান্তিতে সম্পন্ন পঞ্চায়েত ভোট, ভোট পড়েছে ৭২ শতাংশ
প্রার্থী নেই, ভোটগ্রহণ হয়নি আটটি গ্রাম পঞ্চায়েতের ২৩টি ভোটকেন্দ্রে পাথারকান্দি (অসম), ২ মে (হি.স.) : দু-একটি বিছিন্ন ঘটনার মধ্য দিয়ে শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি সমজেলার অধীন বিভিন্ন বুথে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচ
দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পাথারকান্দিতে শান্তিতে সম্পন্ন পঞ্চায়েত ভোট, ভোট পড়েছে ৭২ শতাংশ


প্রার্থী নেই, ভোটগ্রহণ হয়নি আটটি গ্রাম পঞ্চায়েতের ২৩টি ভোটকেন্দ্রে

পাথারকান্দি (অসম), ২ মে (হি.স.) : দু-একটি বিছিন্ন ঘটনার মধ্য দিয়ে শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি সমজেলার অধীন বিভিন্ন বুথে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের ভোট। এ খবর লেখা পর্যন্ত পাথারকান্দিতে ভোট পড়েছে ৭২ শতাংশ।

আজ সকাল থেকে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন পড়ে। এরই মধ্যে সকাল ১১টা নাগাদ লক্ষ্মীপুর-বিলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন ২৪০ নম্বর নয়াডহর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫৪ নম্বর ভোটকেন্দ্রের ৫ নম্বর ওয়ার্ডের দুই নির্দল প্রার্থীর কর্মী ও সমর্থকের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এতে ওয়ার্ড সদস্য প্রার্থী সহ উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এদিকে পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বেলা দুটো নাগাদ কনভয় নিয়ে তাঁর নির্বাচনী এলাকার বাজারিছড়ায় ৬২ নম্বর কালাছড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৪১ নম্বর ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিরোধীদের অপশাসন থেকে পরিত্রাণ পেতে অসমে একটি সুন্দর-স্বচ্ছ পঞ্চায়েতরাজ গঠনের উদ্দেশ্যে আজ সবাই স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্রের এই উৎসবে শামিল হয়েছেন। সেই সঙ্গে দলীয় (বিজেপি) প্রার্থীদের ১০০ শতাংশ জয় নিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী পাল।

এখানে উল্লেখ করা যেতে পারে, পাথারকান্দি সমজেলার অধীন এবার লোয়ারপোয়া ব্লকের বালিপিপলা, ঝেরঝেরি, ইচাবিল, বাজারিছড়া, লোয়াইরপোয়া, হাতিখিরা, বাঘন, কুকিতল, বুবরিঘাট, বৈঠাখাল সহ মোট আটটি গ্রাম পঞ্চায়েতের ২৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়নি। ওই কেন্দ্রগুলিতে কোনও প্রার্থী না থাকায় রাজ্য নির্বাচন কমিশন সেগুলিতে ভোটগ্রহণ প্রক্রিয়া থেকে বিরত ছিল।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande