গৃহবধূর রহস্যজনক মৃত্যু, থানায় ডেপুটেশন নারী সমিতির
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২ মে (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়ার শান্তিনগরের গৃহবধূ দীপান্বিতা সরকার পালের রহস্যজনক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তক্রমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছ
থানায় ডেপুটেশন


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২ মে (হি.স.) : খোয়াই জেলার তেলিয়ামুড়ার শান্তিনগরের গৃহবধূ দীপান্বিতা সরকার পালের রহস্যজনক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তক্রমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তেলিয়ামুড়া মহকুমা কমিটি।

শুক্রবার নারী সমিতির এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের সাথে দেখা করে দীপান্বিতা সরকার পালের মৃত্যুর ঘটনায় যে বা যারা জড়িত তাদের খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। আজকের এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই জেলা কমিটির সম্পাদিকা গায়ত্রী দত্ত, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সভানেত্রী প্রভা দাস ভৌমিক, সম্পাদিকা রিতা দেব, সংগঠনের রাজ্য কমিটির নেত্রী গৌরি পাল প্রমুখ।

নারী নেত্রী গায়ত্রী দত্ত জানান, থানার ওসি আশ্বস্ত করেছেন প্রকৃত তদন্তক্রমে দোষীদের শাস্তির জন্য পুলিশ কাজ করছে। পাশাপাশি গায়ত্রী দত্ত দাবি করেন অন্যায় যে বা যারা করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি বরাবর বামপন্থী এই নারী সংগঠনের থাকে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande