শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে মৃত্যু ৭০টি হাঁসের
বক্সনগর (ত্রিপুরা), ২ মে (হি.স.) : সাতজন দরিদ্র মহিলার হাঁস চাষের স্বপ্ন নিমিষেই ভেসে গেল বিষাক্ত জলে। এক বা দুই নয়, ৭০টি হাঁস পুকুরে মৃত অবস্থায় ভাসছে। আর এই হৃদয়বিদারক ঘটনার পেছনে উঠে এল পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ। ঘটনাটি ঘটেছে
৭০টি হাঁসের মৃত্যু


বক্সনগর (ত্রিপুরা), ২ মে (হি.স.) : সাতজন দরিদ্র মহিলার হাঁস চাষের স্বপ্ন নিমিষেই ভেসে গেল বিষাক্ত জলে। এক বা দুই নয়, ৭০টি হাঁস পুকুরে মৃত অবস্থায় ভাসছে। আর এই হৃদয়বিদারক ঘটনার পেছনে উঠে এল পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ। ঘটনাটি ঘটেছে সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অন্তর্গত কাঁঠালিয়ামুড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ধান মাড়াইয়ের একটি মেশিন ব্যবহারকে কেন্দ্র করে কয়েকদিন আগেই পুকুরের মালিক ইদু মিয়ার সঙ্গে ঝগড়া হয় ওই সাতজন মহিলার মধ্যে এক মহিলার ছেলের। আর সেই ব্যক্তিগত রেষারেষির জেরেই, প্রতিশোধস্পৃহায় উন্মত্ত হয়ে পুকুরে বিষ মেশানো হয় বলে অভিযোগ। সকালবেলা পুকুরে ৭০টি হাঁসের মৃত্যুতে মুহূর্তে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। হাঁসগুলির মালিকরা হতভম্ব হয়ে কান্নায় ভেঙে পড়েন।

তাঁদের দাবি, এই হাঁসগুলি ছিল তাঁদের একমাত্র উপার্জনের ভরসা। স্থানীয় বাসিন্দারাও এমন নির্মম ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিচারের আশায় মৃত হাঁসগুলি নিয়ে মালিকরা ছুটে যান পঞ্চায়েত সদস্যের কাছে। সেখান থেকে পাঠানো হয় ঘ্রাণতলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের কাছে। উপপ্রধান বিষয়টি গুরুত্ব দিয়ে পুকুর মালিক ইদু মিয়ার ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। তবে আশ্চর্যের বিষয়, জবাবে তিনি জানান—আমরাই মীমাংসা করব।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande