অপারেশন সিঁদুর সফল হওয়ায় বাঘনে তিরঙ্গা যাত্রা
কদমতলা (ত্রিপুরা), ২৫ মে (হি.স.) : অপারেশন সিঁদুর সফল হওয়ায় রবিবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হয়েছে তিরঙ্গা যাত্রা। প্রধানমন্ত্রী ও ভারতের বীর সেনা যোদ্ধাদের অভিনন্দন জানাতে এই বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা
তিরঙ্গা যাত্রা


কদমতলা (ত্রিপুরা), ২৫ মে (হি.স.) : অপারেশন সিঁদুর সফল হওয়ায় রবিবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা কুর্তি বিধানসভা এলাকায় অনুষ্ঠিত হয়েছে তিরঙ্গা যাত্রা। প্রধানমন্ত্রী ও ভারতের বীর সেনা যোদ্ধাদের অভিনন্দন জানাতে এই বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। মূলত বাঘন গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত ভিত্তিক এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়।

গ্রাম পঞ্চায়েত এলাকায় সর্বস্তরের নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই তিরঙ্গা যাত্রার। বাঘন গ্ৰাম থেকে শুরু করে প্রেমতলা পর্যন্ত দেশপ্রেমের জোয়ারে ভাসে গোটা এলাকা। তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, কদমতলা ব্লকের ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্যরা।

তিরঙ্গা যাত্রায় বক্তব্য রাখতে গিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, ভারতের সাহসী সেনানীদের কঠোর পরিশ্রম ও দেশের প্রতি অটুট নিষ্ঠা আমাদের গর্বিত করে। অপারেশন সিঁদুরের সাফল্য আমাদের জাতীয় নিরাপত্তার প্রতি সরকারের প্রতিশ্রুতি প্রমাণ করে।

তিরঙ্গা যাত্রাটি বাঘন গ্রাম থেকে শুরু হয়ে প্রেমতলা বাজারের মূল সড়ক পরিক্রমা করে পুনরায় বাঘন এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এদিনের এই তিরঙ্গা যাত্রাটিতে গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ জনগণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande