আগরতলা, ৩ মে (হি.স.) : বিভিন্ন প্রকল্প বাস্তবায়ণের কাজ গুণগতমান বজায় রেখে ও যথাসময়ে করতে হবে। পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী শনিবার সোনারতরী অতিথি নিবাসের কনফারেন্স হলে পরিবহণ দপ্তরের এক পর্যালোচনা সভায় একথা বলেন।
পরিবহণ মন্ত্রী সভায় আরও বলেন, দপ্তর বর্তমানে সারা রাজ্যে ১৫০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ণের কাজ করছে। তবে এই প্রকল্পগুলি আগামীদিনে পরিবহণ দপ্তরের আরও নতুন নতুন প্রকল্প রাজ্যের জনগণের কাছে পৌঁছে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে।
পর্যালোচনা সভায় পরিবহণ দপ্তরের সচিব সি কে জমাতিয়া, পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগী, ট্রাফিক সুপার কান্তা জাহাঙ্গীর, পূর্ত দপ্তরের (আর এন্ড বি) অতিরিক্ত মুখ্য বাস্তুকার অনুপ কুমার দাস, এস বি আই ব্যাঙ্ক এর রিজিওন্যাল ম্যানেজার তমাল কিশোর দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das