বিলোনিয়া (ত্রিপুরা), ৮ মে (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার মুহুরী নদীতে ডুবে মৃত রংমিস্ত্রি অর্জুন দাসকে শ্রদ্ধাঞ্জলি দিলেন তাঁর সহকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় বনকর ইয়ুথ ক্লাব এন্ড প্লে সেন্টারের সামনে।
গত সোমবার পুলিশের দাবড়ানিতে মুহুরী নদীর জলে ঝাঁপ দেন সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েত এলাকার পেশায় রংমিস্ত্রি অর্জুন দাস। ৩৬ ঘন্টা পর এনডিআরএফ এর কর্মীরা অর্জুনের মৃতদেহ উদ্ধার করে বুধবার সকালে। বৃহস্পতিবার সন্ধ্যায় অর্জুন দাসের অকাল প্রয়াণে তাঁর সহকর্মীদের উদ্যোগে বনকর ইয়ুথ ক্লাব এন্ড প্লে সেন্টারের সামনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকর্মীরা অর্জুন দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার আত্মার সদগতি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত সকলে প্রয়াত অর্জুন দাসের পরিবার পরিজনদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das