শ্রীভূমি (অসম), ৯ মে (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত এরালিগুলে অবস্থিত পণ্ডিত দীনদয়াল আদর্শ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে আজ শুক্রবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪-তম জন্মজয়ন্তী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের সূচনা হয় কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে।
মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. জয়শ্রী চক্রবর্তী তাঁর স্বাগত ভাষণে কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। একে সংগীত, নৃত্য ও বক্তৃতার মাধ্যমে কবিগুরুর সৃষ্টিকে উদযাপন করা হয়। অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন বাংলা বিভাগের ছাত্রী বর্ষা পাল। ওই বিভাগের ছাত্রী সাজিদা নার্গিসের ধন্যবাদ জ্ঞাপনের পর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস