আগরতলায় 'জয় হিন্দ তিরাঙ্গা যাত্রা' করল কংগ্রেস
আগরতলা, ৯ মে (হি.স.) : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি শুক্রবার আগরতলা শহরে একটি বিশাল ত্রিবর্ণ র‍্যালির আয়োজন করল ভারতের সাহসী সৈনিকদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ। স্থানীয় নেতা, কর্মী এবং সমর্থকদের উল্লেখযোগ্য অংশগ্রহণে এই র‍্যালির নেতৃত্ব দে
কংগ্রেসের রেলি


আগরতলা, ৯ মে (হি.স.) : ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি শুক্রবার আগরতলা শহরে একটি বিশাল ত্রিবর্ণ র‍্যালির আয়োজন করল ভারতের সাহসী সৈনিকদের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ। স্থানীয় নেতা, কর্মী এবং সমর্থকদের উল্লেখযোগ্য অংশগ্রহণে এই র‍্যালির নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ প্রমুখ।

পোস্টঅফিস চৌমুহনীস্থিত কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের বিভিন্ন রাস্তা দিয়ে এগিয়ে যায়। র‍্যালিটি দেশপ্রেম এবং সংহতির বার্তা দিল। কংগ্রেস কর্মী সমর্থকরা জাতীয় পতাকা বহন করে দেশকে রক্ষায় ভারতীয় সৈনিকদের ত্যাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাংবাদিকদের সাথে কথা বলার সময়, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ভারতের সশস্ত্র বাহিনীকে সম্মান জানানো এবং দেশের নিরাপত্তার প্রতি তাঁদের নিষ্ঠার স্বীকৃতি দেওয়ার উপর জোর দেন। তাঁর কথায়, আমরা ভারতীয় সশস্ত্র বাহিনীকে নিয়ে অত্যন্ত গর্বিত, যাঁরা 'অপারেশন সিঁদুর'র অধীনে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসী শিবির ধ্বংস করার ক্ষেত্রে অটল সংকল্প এবং কৌশলগত প্রতিভা প্রদর্শন করেছেন। তাঁদের সাহস, নিষ্ঠা এবং দেশপ্রেম সত্যিই প্রশংসনীয়।

আগরতলায় এদিন 'জয় হিন্দ তিরাঙ্গা যাত্রা'র সময় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ জোর দিয়ে বলেন, পহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানাতে এবং 'অপারেশন সিঁদুর'-এ নিয়োজিত ভারতীয় সশস্ত্র বাহিনীকে সমর্থন জানাতে দেশব্যাপী তিরাঙ্গা যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তাঁর কথায়, এই তিরাঙ্গা যাত্রার মাধ্যমে আমরা সারা দেশে একটি জোরালো বার্তা পাঠাতে চাই। এই সংকটময় মুহূর্তে, বিশ্বের মনোযোগ ভারতের দিকে। আমরা প্রতিটি নাগরিককে একসাথে দাঁড়াতে এবং আমাদের সৈন্যদের প্রতি নৈতিক সমর্থন জানাতে আহ্বান জানাই।

সুদীপ রায় বর্মণ আরও যোগ করেন, এই পদযাত্রা আমাদের সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে অভিবাদন জানানোর একটি উপায়। জাতির ঐক্য ও অখণ্ডতা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আজকের তিরাঙ্গা যাত্রা একসাথে দাঁড়ানোর আমাদের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande