বাসন্তী, ১ জুন (হি. স.): জমি বা সম্পত্তি বিবাদের জন্য নয়, নানা অছিলায় তাঁকে ও তাঁর পরিবারকে চুরির অপবাদ দিতেন সতী মণ্ডল। আর সেই কারনেই সতীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তাঁর দেওর বিমল মণ্ডল। এমনটাই বক্তব্য অভিযুক্তের। শনিবার সকালে বাসন্তীর ৬ নম্বর ভরতগড় গ্রামে ঘটনাটি ঘটেছে। শুধু বৌদিকে খুন নয় তাঁর দেহ থেকে মাথা আলাদা করে সেই মাথা নিয়ে প্রকাশ্যে ঘরাঘুরি করে অভিযুক্ত বিমল। পড়ে বাসন্তী থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতকে রবিবার আলিপুর আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে পুলিশ।
রবিবার আদালতে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিমল বলেন, “ সব সময় চুরির অপবাদ দিত। কালও আম চুরির অপবাদ দিয়েছিল। আর সহ্য করতে পারিনি। তাই খুন করেছি। উনি আমার বৌদি হন সম্পর্কে। ঘর থেকে দা এনে কুপিয়েছি।” নৃশংস ভাবে বৌদিকে খুন করেও যেন নিরুত্তাপ বিমল। পুলিশি জেরায়ও বিমল জানিয়েছে দিনের পর দিন অপমানিত হওয়ার কারনেই সে এই কান্ড ঘটিয়েছে। বিমলের স্ত্রী প্রতিমাও এদিন বলেন, “ দিনের পর দিন আমাদের চুরির অপবাদ দিতেন। ওদের ঘরের জিনিষপত্র, পুকুরের মাছ, গাছের আম সব নাকি আমরা চুরি করি। শনিবার সকালেও আম চুরির বদনাম দিয়েছিলেন। উনি আর সহ্য করতে পারেন নি। রাগের বশে এই কান্ড ঘটিয়ে বসেন।” যদিও এ প্রসঙ্গে মৃতার ছেলে শুভদীপ বলেন, “নৃশংস ভাবে কাকা মাকে খুন করেছে। এলাকার সকলেই তা দেখেছেন। পুলিশ তদন্ত করছে। আমি মায়ের মৃত্যুর সঠিক বিচার চাই।”
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা