উমারিয়া, ১৬ জুলাই (হি.স.): মঙ্গলবার রাতে উমারিয়ায় একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বাড়ির একটি স্কুটি সহ লক্ষাধিক টাকার সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি ঘটে জেলা সদর দফতরের কোতোয়ালি থানা এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা স্বপ্নীল গুপ্তের বাড়িতে হঠাৎ আগুন লাগে। রাতে আগুন লাগার খবরে এলাকায় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। ভয়াবহ আগুনের শিখা দেখে পাড়ার লোকেরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে, ততক্ষণে দমকল বাহিনীও খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বাড়িতে পার্ক করা স্কুটি এবং দুটি সাইকেল সম্পূর্ণরূপে পুড়ে যায়। ভস্মীভূত হয়ে যায় বাড়িতে রাখা অন্যান্য মূল্যবান জিনিসপত্রও। পুলিশ ও দমকল জানিয়েছে, কোনও হতাহতের ঘটনা না ঘটলেও লক্ষাধিক টাকার সামগ্রী ভস্মীভূত হয়েছে। সম্ভবত শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া