ফরিদাবাদ, ১৬ জুলাই ( হি.স.): উত্তর প্রদেশের ফরিদাবাদের জেলাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে,মঙ্গলবার গভীর রাতে ফরিদাবাদের সোহানা ব্রিজের কাছে। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম দীপক (২৫)। তিনি উত্তর প্রদেশের বাদাউনের বাসিন্দা।
হঠাৎ তার বাইকের সঙ্গে গাড়ির সংঘর্ষ হয় এবং বাইক আরোহী দীপক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
এক পুলিশ আধিকারিক জানান, যে মৃত ব্যক্তির মাথায় হেলমেট ছিল না। ঘাতক গাড়ির পলাতক চালকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত , ২০২৪ সালে ১ লক্ষ ৮০ হাজার মানুষ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। যার মধ্যে ৬৬ শতাংশ মানুষের বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। এই তথ্য অনুযায়ী, বিগত বছর ভারতে হেলমেট না পরার কারণে প্রতিদিন গড়ে ৮০ জন প্রাণ হারিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক