স্মার্ট মিটারের প্রতিবাদে গণ্ডাছড়ায় বিদ্যুৎ নিগমের অফিস ঘেরাও কংগ্রেসের
গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৬ জুলাই (হি.স.) : বিদ্যুতের স্মার্ট মিটার ও অনৈতিক বিদ্যুৎ বিলের বিরুদ্ধে উত্তাল ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমা। বুধবার কংগ্রেস দলের উদ্যোগে গণ্ডাছড়া মহকুমা বিদ্যুৎ অফিসে ঘেরাও, বিক্ষোভ এবং গণ -অবস্থান করা হয়। কংগ্রেস কর্মীরা বিদ্যু
অফিস ঘেরাও


গণ্ডাছড়া (ত্রিপুরা), ১৬ জুলাই (হি.স.) : বিদ্যুতের স্মার্ট মিটার ও অনৈতিক বিদ্যুৎ বিলের বিরুদ্ধে উত্তাল ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমা। বুধবার কংগ্রেস দলের উদ্যোগে গণ্ডাছড়া মহকুমা বিদ্যুৎ অফিসে ঘেরাও, বিক্ষোভ এবং গণ -অবস্থান করা হয়। কংগ্রেস কর্মীরা বিদ্যুৎ নিগমের অফিসের প্রতিটি দরজা বন্ধ করে দেয়। আতঙ্কে কয়েকজন আধিকারিক অফিসের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বলে অভিযোগ।

উল্লেখ্য, কয়েক মাস যাবৎ বিদ্যুতের স্মার্ট মিটার বসানো এবং বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গোটা রাজ্যেই আন্দোলন সংগঠিত করে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলি। স্মার্ট মিটার নিয়ে উত্তাল হয়ে উঠেছে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক অঙ্গন। গোটা রাজ্যের সাথে বিদ্যুতের স্মার্ট মিটার এবং বর্ধিত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমাও।

সাধারণ মানুষের দাবি নিয়ে বুধবার গণ্ডাছড়ায় পথে নামল কংগ্রেস দল। ওইদিন কংগ্রেস দলের কর্মী সমর্থক এবং নেতৃত্বদের উদ্যোগে মহকুমা সদরের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যুৎ নিগমের অফিসে উপস্থিত হয়ে কিছুক্ষণ তাণ্ডব চালায়। বন্ধ করে দেওয়া হয় অফিসের সব দরজা। অবস্থা বেগতিক বুঝে অফিসের পেছনের দরজা দিয়ে কর্মরত কয়েকজন আধিকারিক পলায়ন করেন বলে অভিযোগ। যদিও পুলিশ এবং সিআরপিএফ জওয়ানরা এসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আয়ত্তে আনতে সক্ষম হয়।

এরপরই আন্দোলকারীরা বিদ্যুৎ নিগমের অফিসের বারান্দায় গণঅবস্থানে বসে পড়েন। প্রায় একঘন্টা গণঅবস্থান চলার পর জনৈক ইঞ্জিনিয়ারের নিকট দাবিপত্র তুলে দিয়ে বিদ্যুৎ নিগমের অফিস ত্যাগ করেন কংগ্রেস নেতা কর্মীরা। ব্লক যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার ছাড়াও বুধবারের ওই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা, হরিজয় ত্রিপুরা, বাদল সরকার প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande