অজমের, ১৭ জুলাই(হি.স.) : রাজস্থানের অজমের জেলাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল চার যুবকের। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকালে জাতীয় সড়ক ৫৮-র লামানা পুলিয়ার কাছে। গুরুতর আহত আরও এক যুবক। জানা গেছে,পাঁচ যুবক একটি গাড়িতে করে অজমেরের দিকে যাচ্ছিলেন। লামানা কাটের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মারা যান চার জন।
এক পুলিশ আধিকারিক জানান, মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তাঁরা ডিডওয়ানা জেলার চৌসলা গ্রামের বাসিন্দা। গুরুতর আহত যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য