কুলোবাড়িতে বিজেপি ছেড়ে সিপিআই(এম)-এ যোগ দিলেন ৪৫ জন ভোটার
বক্সনগর (ত্রিপুরা), ১৭ জুলাই (হি.স.) : বৃহস্পতিবার সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুলোবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় নমঃ পাড়ায় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বিজেপি ত্যাগ কর
যোগদান সভা


বক্সনগর (ত্রিপুরা), ১৭ জুলাই (হি.স.) : বৃহস্পতিবার সিপাহীজলা জেলার বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুলোবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় নমঃ পাড়ায় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বিজেপি ত্যাগ করে দশ পরিবারের ৪৫ জন ভোটার সিপিআই(এম) দলে যোগদান করেন।

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন সিপিআই(এম) সোনামুড়া বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য তথা নলছড় বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তপন চন্দ্র দাস, দলের নেতৃত্ব নিত্যানন্দ বর্মন, শোভা মিয়া, কুলোবাড়ি অঞ্চল কমিটির সম্পাদক হুমায়ূন মিঞা, মহকুমা কমিটির সদস্য প্রিয়তম রুদ্র পাল এবং ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য মিজান হোসেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

সিপিআই(এম) এর নেতৃত্বরা তাঁদের বক্তব্যে জানান, তৃণমূল পর্যায়ে জনজীবনের সমস্যাগুলি নিয়ে বিজেপি সরকার কোনও দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে না। মানুষ প্রতিনিয়ত কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থা থেকে মুক্তি পেতেই অনেকেই বিজেপি ত্যাগ করে বামপন্থী রাজনীতিতে ফিরে আসছেন। এই যোগদান শুধুমাত্র রাজনৈতিক দিক পরিবর্তনের একটি সূচনা নয়,এটি সাধারণ মানুষের ভিতর বিকল্প রাজনৈতিক বিশ্বাস ও সংগ্রামের প্রতি আস্থা ফিরে আসার প্রতিফলন।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande